শিরোনাম
সাইলেন্ট মুডে হারানো ফোন খুঁজে পাবেন যেভাবে
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৭:০৩
সাইলেন্ট মুডে হারানো ফোন খুঁজে পাবেন যেভাবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আপনার মোবাইল ফোনটি সাইলেন্ট অবস্থায় রেখেছেন, সেই সময়েই হঠাৎ দেখলেন মোবাইলটি খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনা প্রায় হয়। তাহলে সাইলেন্ট অবস্থায় কীভাবে খুঁজে পাবেন সেই হারানো মোবাইল? জেনে নিন এর কৌশল-


১. প্রথমে অন্য কোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের ওয়েবসাইটে যান।


২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।


৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।


৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে।


৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।


৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।


৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বার করা তো কোনো ব্যাপারই নয়।


এই একই পদ্ধতিতে আপনি আপনার হারানো অ্যান্ড্রয়েড ট্যাবও খুঁজে পেতে পারেন। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হলো, আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নয়তো বা এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাওয়া যাবে না।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com