শিরোনাম
ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ল্যাপটপ দিলেন পলক
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৩:৪৮
ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ল্যাপটপ দিলেন পলক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে ১২ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন তিনি।


এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তথ্য-প্রযুক্তিতে অনেকটা এগিয়ে যাচ্ছে। টিসএসসি, মধুর ক্যান্টিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই দেয়া হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজন মতো ইন্টারনেট ব্যবহার করতে পারছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ একদিনে জনপ্রিয় হয়িনি। তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তার শুরুটা কিন্তু এই ল্যাপটপের মাধ্যমেই হয়েছিল। পুরো বিশ্বকে পাল্টে দিতে একটা ল্যাপটপই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।


পলক বলেন, তথ্যপ্রযুক্তি বিপ্লবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে বিরাট সাফল্য দেখিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তিতে রোল মডেল হিসেবে পরিচিত।


পলক আরো বলেন, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সে সকল শিক্ষার্থীরা ল্যাপটপ কিনতে পারছে না তাদের জন্য এই ডিভাইস দেয়া হলো। আশা করছি প্রযুক্তির এই ডিভাইস শিক্ষার্থীদের সাংবাদিকতা শেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


শিক্ষর্থীদের উদ্দেশে পলক বলেন, এই ডিভাইস তোমাদের দেয়া হয়েছে প্রযুক্তি ব্যবহার করে তোমরা যেন সাংবাদিকতা শিক্ষা লাভ করতে পারো। নিজেদের প্রতিষ্ঠা করতে পারো। প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশের জন্য সম্পদে পরিণত হতে পারো। কিন্তু এই ডিভাইস ব্যবহার করে আবার তোমরা কোনো দেশবিরোধী কাজ করো না।



ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যে ১২ জন শিক্ষার্থী ল্যাপটপ পেয়েছেন তারা হলো- নবম ব্যাচের চতুর্থ সেমিস্টারের মহরম পরান, জসীম উদ্দিন চৌধুরি, রাখি মণ্ডল, বিপাশা পাল ও শামীমা নাসরীন। অষ্টম ব্যাচের ষষ্ঠ সেমিস্টারের নির্ঝর, মনিরুদ্দিন, নাজমুল হোসাইন ও চুন্নু খান। সপ্তম ব্যাচের সপ্তম সেমিস্টারের ফরহাদ উদ্দিন ও মাসুদ আল মোদী এবং মাস্টার্সের শেষ বর্ষের সুজন।


এসময় উপস্থিত ছিলেন ঢাবির সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানসহ ঢাবির শিক্ষক ও শিক্ষার্থীরা।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com