শিরোনাম
বাজারে নোকিয়ার নতুন ফিচার ফোন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১০:০৫
বাজারে নোকিয়ার নতুন ফিচার ফোন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+


দেশের বাজারে নোকিয়া ২১৬ মডেলের ডুয়েল সিমের নতুন ফিচার ফোন নিয়ে এলো মাইক্রোসফট বাংলাদেশ। ফোনটিতে নতুন সব অ্যাপস ও গেমসের মাধ্যমে বিনোদন উপভোগ করা যাবে। এছাড়াও সেলফি তোলা ও শেয়ার করার জন্য এটি পরিপূর্ণ একটি ফোন।


এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা ও ইন্টারনেট ব্যবহারযোগ্য নোকিয়া ২১৬ ডুয়েল সিম ফিচার ফোনটি বিশেষ মুহূর্তের ছবি তোলা ও শেয়ার করার জন্য খুবই উপযোগী।


আপনি অপেরা মোবাইল স্টোরে সব অ্যাপ ও গেমস খুজে পাবেন। বিনোদন এবং গান শোনার জন্য নোকিয়া ২১৬ ফোনে রয়েছে এফএম রেডিও, এমপিথ্রি এবং ভিডিও প্লেয়ার এবং হেডসেটের জন্য রয়েছে ব্লুটুথ অডিও সাপোর্ট। ফোনটি ২০০০টির মতো কনটাক্ট ধারণ করতে পারে এবং ৩২ জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করতে পারে।


ফোনটির রিয়ার ক্যামেরার এলইডি ফ্ল্যাশ বিল্ট-ইন টর্চলাইটের চেয়েও দুইগুণ বেশি আলো সৃষ্টি করে, যা প্রয়োজনের সময় দিগুণ আলো দিতে সক্ষম। নোকিয়া ২১৬ ডুয়েল সিম ফোনটি কালো, ধূসর এবং নীল রঙে পাওয়া যাবে।


ফোনটি বিষয়ে ইমার্জিং এশিয়া মার্কেটের জেনারেল ম্যানেজার সান্দীপ গুপ্তা বলেন, ‘নোকিয়া ২১৬ ডুয়েল সিম ফোনটি আমাদের মাইক্রোসফট ফিচার ফোন পরিবারের নতুন সদস্য, যেটা ব্যাবহারকারীকে সাশ্রয়ী মূল্যে যুক্ত থাকার পাশাপাশি তাদের বিনোদনের চাহিদার খোরাক মেটাতে সক্ষম’।


২৭ অক্টোবর থেকে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটি দেশের বাজারে এর বাজার মূল্য ধরা হয়েছে ২ হাজার ৯৯০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com