শিরোনাম
উইন্ডোজ সেভেনে শর্টকাট কিছু টিপস
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৫:৪৮
উইন্ডোজ সেভেনে শর্টকাট কিছু টিপস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে সহজে কাজ করতে শর্টকাট ‘কি’ ব্যবহার করা যায়। এই ‘কি’ ব্যবহার করে কাজ করতে অনেকটা সুবিধা পাওয়া যায়। এসকল শর্টকাট কি অনেকেরই জানা নেই। তেমনই কিছু শর্টকাট কি এখানে দেয়া হলো।


নতুন ফোল্ডার তৈরি: উইন্ডোজ এক্সপ্লোরারে নতুন কোনো ফোল্ডার তৈরি করতে হলে মাউসের ডান দিকে ক্লিক করে New চেপে আবার New Folder নির্বাচন করলে সেটি তৈরি হয়। কিন্তু চাইলেই নতুন যেকোনো ফোল্ডার তৈরি করতে পারেন Ctrl+Shift+N চেপে।


টাস্কবারের প্রোগ্রাম খুলতে: টাস্কবারে পিন করে রাখা প্রোগ্রাম বা চলতি যেকোনো প্রোগ্রাম কি-বোর্ড দিয়ে খুলতে চাইলে প্রোগ্রামের জায়গা জেনে নিয়ে কি-বোর্ড থেকে Windows key চেপে অবস্থানের নম্বরটি চাপতে হবে। মনে করুন, টাস্কবারে মাইক্রোসফট ওয়ার্ড তিন নম্বর জায়গায় রয়েছে। তাহলে কি-বোর্ড থেকে Windows key+3 একসঙ্গে চাপলে সেটি খুলে যাবে।


টাস্কবারে যেতে: কাজ করতে গিয়ে উইন্ডোজের টাস্কবারে যাওয়ার দরকার হলে Windows key+B চাপুন। টাস্কবারে চালু থাকা সফটওয়্যারে নিয়ে যাবে। এবার ডান/বাম অ্যারো ‘কি’ দিয়ে টাস্কবারের প্রোগ্রাম নির্বাচন করতে পারবেন।


উইন্ডো সরাতে: একাধিক উইন্ডো নিয়ে কাজ করতে গেলে কখনো ডানে আবার কখনো বাঁয়ে সরানোর প্রয়োজন পড়তে পারে। এ জন্য কি-বোর্ডের Windows key এর সঙ্গে Left/Right arrow বোতাম চেপে উইন্ডো পর্দার সুবিধামতো জায়গায় নিয়ে যাওয়া যায়।


প্রোগ্রাম মিনিমাইজ করতে: অনেক প্রোগ্রাম বা উইন্ডো চালু আছে। চাইছেন সব উইন্ডো একসঙ্গে মিনিমাইজ করতে। তাহলে Windows key+Home চাপুন। সব উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে। উইন্ডোগুলো ফিরিয়ে আনতে আবার Windows key+Home চাপতে হবে। আবার যদি সব উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপে ফিরতে চান, তবে Windows key+D বোতাম চাপুন। নির্দিষ্ট কোনো প্রোগ্রাম মিনিমাইজ করতে চাইলে Windows key+Down arrow চাপুন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com