শিরোনাম
‘টেলিটক নেটওয়ার্ক উন্নয়নে অগ্রগতি হচ্ছে’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৪০
‘টেলিটক নেটওয়ার্ক উন্নয়নে অগ্রগতি হচ্ছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক সারা দেশে নেটওয়ার্ক উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে দুটি লটের কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে। এই উন্নয়ন কাজ শেষ হলে সারাদেশে টেলিটকের নেটওয়ার্ক অনেক শক্তিশালী হবে এবং উপজেলা পর্যায়ে থ্রিজি নেটওয়ার্কও সম্প্রসারণ করা সম্ভব হবে।


বৃহস্পতিবার রাজধানীর বনানী টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।


ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক উন্নয়ন পরকল্পনা বিষয়ে তারানা বলেন, তিন হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে টেলিটকের ৯১টি কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে এ সংখ্যা একশ’র বেশি করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে রাজধানীর উত্তরায়, নওগাঁ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগেঞ্জে কাস্টেমার কেয়ার সেন্টার স্থাপনের কর্মসূচি চলছে।



টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদ, টেলিটকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসানসহ কোম্পনির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com