শিরোনাম
সাইবার ক্রাইম সচেতনতায় সেমিনার
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১২:০৮
সাইবার ক্রাইম সচেতনতায় সেমিনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাইবার সিকিউরিটি সচেতনতা মাস উপলক্ষে বুধবার রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস এবং ডিয়া বাড়ি ক্যাম্পাসে দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সেমিনারে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদেরকে আইটি নলেজ বাড়ানো পাশাপাশি আইটিবিষয়ক ক্রাইমগুলো সম্পর্কেও জ্ঞান অর্জনের প্রতি জোর দিতে হবে। কেউ সাইবার ক্রাইমের শিকার হলে তার করণীয় কি এবং আইনের কোন কোন ধারা অনুযায়ী ভুক্তভোগী সহযোগীতা পেতে পারে, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন তারা।


এছাড়া বক্তারা প্রত্যেকেই সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত সেমিনার আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করেন। সাইবার জগতকে ব্যবহার করে যাতে নতুন কোনো জঙ্গির জন্ম নিতে না পারে, সেই ব্যপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।


সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল অ্যান্টি ট্যারোরিজম রিসার্চ ইন্সটিটিউটের (আরিএটিআরআই) সিইও তানভীর হাসান জোহা। এছাড়া প্রধান অতিথি ছিলেন- প্রফেসর মো. শহীদুল ইসলাম, প্রিন্সিপাল (অ্যাকাডেমিক) মাইলস্টোন কলেজ। ইউনিভার্সাল ফাস্ট টেক লিমিটেডের এমডি উৎপল কুমার সরকার, ন্যাশনাল আইটি ইন্সটিটিউটের সিইও মো. ইকরাম, রিমডিনের এমডি মাহুবুবুর রহমান।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com