শিরোনাম
জয়কে সংবর্ধনা দিলো আইসিটি বিভাগ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১০:০৮
জয়কে সংবর্ধনা দিলো আইসিটি বিভাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘আইসিটি ফর ডেভেলমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে সংবর্ধনা দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।


গত ১৯ সেপ্টেম্বর ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গর্ভানেন্স অ্যান্ড কম্পিটেটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয় স্কুল অব বিজনেস সম্মলিতভাবে তাকে এই অ্যাওয়ার্ড দেয়।


বাংলাদেশের মানুষের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে অসামন্য অবদান, প্রতিযোগিতামূলক টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে আইসিটিকে বেছে নেয়ায় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয় সজীব ওয়াজেদ জয়কে।


সজীব ওয়াজেদ জয় বলেন, কারো সহযোগিতা নয়, নিজেদের পরিকল্পনা, দক্ষতা ও নিজেদের অর্থায়নে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে। বিশ্বে আর কোনো দেশ নেই, যেটা এতো অল্প সময়ে নিজেদের মেধা ও অর্থ ব্যবহার করে ডিজিটালাইজেশন করেছে।


তিনি বলনে, বর্তমানে জাতিসংঘ আমাদের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে উদাহারণ হিসেবে ধরেছে। এতো অল্প সময়ে কীভাবে আমরা সাফল্য অর্জন করলাম, অন্যান্য দেশে এ বিষয়ে জানতে চাচ্ছে। আইসিটি খাতে তার পুরস্কার অর্জন শুধু নিজস্ব স্বীকৃতি নয়, এ স্বীকৃতি বাংলাদেশের মানুষের এবং আওয়ামী লীগ সরকারেরও।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com