শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আসছে মঙ্গলবার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৮:৩০
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আসছে মঙ্গলবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডিসেম্বরে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে ‘কে১০০০০’মডেলের প্রথম স্মার্টফোন বাজারে আনে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান উকিটেল।


দেখতে অনেকটা মোটা হওয়ায় গ্রাহকদের কাছে জনপ্রিয়তা না পেলেও সম্প্রতি ওই মডেলের পরবর্তী সংস্করণ ‘কে১০০০০এস’ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।


আগের সংস্করণটিতে মেটাল বডি ও বড় ব্যাটারির কারণে দেখতে দুই সেন্টিমিটার পুরু দেখাতো। এবার গ্রাহকদের পছন্দ মতো আকর্ষণীয়ভাবে তৈরি করা হচ্ছে। ইতোমধ্যেই স্মার্টফোনটির ছবিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম ডিভাইসের মতোই ডিভাইসটিতে কম মেটাল, পিছনে চামড়ার মতো উপকরণ ব্যবহার করা হয়েছে।


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নতুন স্মার্টফোনে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে, সাথে থাকবে ২ গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি।


প্রতিষ্ঠানটি জানায়, মঙ্গলবার ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তার কয়েক সপ্তাহ পর থেকে ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা।


এর আগের সংস্করণটি ২৪০ ডলারে বিক্রি হয়। নতুন সংস্করণটি প্রায় একই দাম থাকবে বলে জানা গেছে। সূত্র : জিএসএমঅ্যারেনা ও ফোনঅ্যারেনা


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com