শিরোনাম
ডিজিটাল ওয়ার্ল্ডে মাইক্রোসফট
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:৪৫
ডিজিটাল ওয়ার্ল্ডে মাইক্রোসফট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘নন স্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৯-২১ অক্টোবর তিনদিনব্যাপী রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬।


বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতিতে সহযোগিতার প্রতিশ্রুতিস্বরুপ এবারের আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।


ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ট্রান্সফরমেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এ আয়োজনের ছয়টি সেমিনারে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।


বিভিন্ন অঞ্চল থেকে আগত মাইক্রোসফটের ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা ‌‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’-তে শুধু অংশই নিচ্ছেন না, বরং বিভিন্ন সেমিনারে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যক্ত করা বিষয়গুলো বাংলাদেশে কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় তা তুলে ধরবেন।


যেসব বিষয়গুলো নিয়ে সেমিনারে আলোচনা করা সেগুলো হচ্ছে- কি নোট স্পিচ বা মূল প্রবন্ধ হিসেবে ‘এডুকেশন ফর এভরি সিটিজেন-বিল্ডিং অ্যা ডিজিটাল প্ল্যাটফর্ম ফর এডুকেশন অ্যান্ড লার্নিং’।


এছাড়া অন্যান্য বিষয়গুলোর মধ্যে আছে ‘বিজনেস মডেল ফর হাই-টেক জোন’, ‘স্মার্ট সিটিজ: হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর বাংলাদেশ’, ‘ইনক্লুসিভ থ্রু টেকনোলজিস’, ‘ইম্প্রুভিং বিজনেস অ্যাফিশিয়েন্সি থ্রু আইসিটি’এবং ‘রোড টু ৫ বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট বাই ২০২১’।


বিষয়গুলো নিয়ে যারা সেমিনারে বক্তব্য দেবেন তারা হলেন- মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথ এশিয়া নিউ মার্কেটস বিভাগের চিফ অপারেটিং অফিসার রীনা চ্যাই, অ্যাপাকের ডিরেক্টর সেলস লুকাস লু, অ্যাপাকের শ্রীকান্ত কাদম্বি, সাউথইস্ট এশিয়া স্পেশালিস্ট সেলস ডিরেক্টর সঞ্জয় পাটেল, অ্যাপাকের ডিরেক্টর ডাটা ইনসাইটস এবং অ্যাজিউর অ্যানালিটিক্স ও ডাটা প্ল্যাটফর্মের সেলস ডিরেক্টর অরিজিৎ রায়।


এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি হচ্ছে দ্রুতগতিতে যা সত্যিই লক্ষ্যণীয়। এ গতিকে আরো ত্বরান্বিত করছে প্রযুক্তিতে দেশের তরুণদের উল্লেখযোগ্য অংশগ্রহণ এবং এ সম্ভবনাময় খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ যেখানে মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় আইটি প্রতিষ্ঠান বাংলাদেশ আইটি বাজার নিয়ে গুরুত্বের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়ার সুযোগ পাচ্ছে।


তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মাইক্রোসটের পণ্য ও সেবার মাধ্যমে বাংলাদেশের বাজারকে আরো বেশি গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মাইক্রোসফট অ্যাসোসিয়েশন এবারের ‘ডিজিটাল ওয়ার্ল্ড’-২০১৬-এর গর্বিত স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের উচ্চপদস্থ মাইক্রোসফট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মূল লক্ষ্য একটাই আর তা হলো, আমাদের বিশেষজ্ঞ দল, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রযুক্তি খাত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা।


দেশি ও বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরিতে ডিজিটাল ওয়ার্ল্ড উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে। এতে উক্ত আয়োজনে অংশগ্রহণকারীরা যার যার সাফল্য, প্রযুক্ত খাতে ভূমিকা এবং অভিজ্ঞতা একে অপরের সঙ্গে আদান-প্রদান করার সুযোগ পেয়ে থাকে।
এবারের আয়োজনে রয়েছে ই-গভর্নেন্স এক্সপো, সফটওয়্যার শোকেসিং, মোবাইল ইনোভেশন এক্সপো/গেমিং এক্সপো এবং ই-কমার্স এক্সপো। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকসহ দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বদের উপস্থিতি ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’-এর গুরুত্ব কয়েকগুণ বৃদ্ধি করবে।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com