শিরোনাম
শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে ইয়াং বাংলা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৬:৩৬
শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে ইয়াং বাংলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন জেলার প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাইক্রোসফটের সার্ভিস ইঞ্জিনিয়ার প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে ইয়াং বাংলা।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা এবং মাইক্রোসফট বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
তরুণদের আইটি প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ তৈরিতে উপযুক্ত করার লক্ষ্যে এবং তাদের মাঝে নতুন সম্ভাবনা বের করে আনতে সিআরআই ও মাইক্রোসফটের এ উদ্যোগ।
মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির এ প্রসঙ্গে বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা সারাদেশের তৃণমূল পর্যায়ের তরুণদের মাঝে তথ্যপ্রযুক্তির শিক্ষা ছড়িয়ে দিতে চাই।
সম্প্রতি, জামালপুর, নীলফামারী, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন করে প্রায় ২০০ শিক্ষার্থী এই প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ইয়াং বাংলা ও মাইক্রোসফটের সনদও পেয়েছেন।
প্রত্যেক প্রশিক্ষণ কর্মসূচিতে সকল পর্যায়ের তরুণদের উপস্থিতি লক্ষণীয়। এখানে সাধারণ ছাত্র-ছাত্রী ছাড়াও ইয়াং বাংলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণ নেয়ার সুযোগ পান।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে কম্পিউটার চালানোর মৌলিক জ্ঞান ছাড়াও নিত্যনৈমিত্তিক সমস্যাগুলোর সমাধান সম্পর্কে শেখানো হয়।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com