শিরোনাম
ফেসবুকে ‘ইভেন্টস’ ফিচার চালু
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১২:৪৮
ফেসবুকে ‘ইভেন্টস’ ফিচার চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিদিন জীবনে অসংখ্য ঘটনা ঘটে। তাই আশপাশে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে এবং দৈনন্দিন কার্যাবলীকে স্মরণে রাখতে একটি বিশেষ অ্যাপ চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।


ফিচারটি ব্যক্তিগত ক্যালেন্ডার হিসেবেও কাজ করে। ‘ইভেন্টস’ নামের এই অ্যাপ্লিকেশনে ঘটনাগুলো সহজে ব্রাউজ ও সার্চ করা যাবে।


ফোনের ক্যালেন্ডারের তথ্যও এই অ্যাপে সিনক্রোনাইজেশনের সুবিধা থাকায় কোনো অনুষ্ঠান বা মিটিং মিস হবার সম্ভাবনা রয়েছে খুবই কম। কার কখন কি কাজ বা কখন ফ্রি থাকবে এসব তথ্য অ্যাপটি জানিয়ে দেবে বলে দাবি করছে ফেসবুক।


প্রতিদিন গড়ে ১০০ মিলিয়নেরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইভেন্টস ফিচারটি ব্যবহার করছেন বলে জানালেন ফেসবুক প্রোডাক্ট ম্যানেজার আদিতা কুলওয়াল।


ফেসবুক জানায়, প্রতিদিনকার জীবনের নানা ঘটনা বা অনুষ্ঠানের তুলনায় ফেসবুকে মোট ইভেন্টসের সংখ্যা অনেক কম। এসব ঘটনাকে ফেসবুকে আনা গেলে গুগল ক্যালেন্ডারের মূল প্রতিদ্বন্দী হবে ফেসবুক। তবে ফেসবুকের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটেও ইভেন্টস ফিচার থাকছে। ফেসবুক তাদের মূল অ্যাপের মাধ্যমেই নতুন পণ্য বা সেবার প্রচার বা সহজে পাওয়ার পথ খুঁজছে।


তবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই অ্যান্ড্রয়েড অ্যাপসহ বিশ্বের অন্যান্য দেশেও অ্যাপটি চালু করা হবে।


এ বিষয়ে ইউটিউবে একটি ভিডিও দেয়া আছে। ভিডিউটি দেখতে যেতে হবে https://www.youtube.com/watch?v=wV3y1yvftww এই লিংকে। সূত্র: দ্য ভার্জ ও বিজনেস ইনসাইডার


বিবার্তা/উজ্জ্বল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com