শিরোনাম
অক্টোবরেই চালু ডট বাংলা ডোমেইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১১:৫২
অক্টোবরেই চালু ডট বাংলা ডোমেইন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরস (আইসিএএনএন) বা আইক্যান কর্তৃক অনুমোদন পেয়েছে স্বপ্নের ‘ডট বাংলা’ ডোমেইন। সোমবার এটির নিবন্ধন ফি এবং প্রক্রিয়া সম্পর্কিত একটি প্রস্তাবনা ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে। চূড়ান্ত হলেই চলতি অক্টোবরেই ডট বাংলা ডোমেইন উদ্বোধন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ডোমেইন অনুমোদনের আগেই বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নতুন ডোমেইন চালুর সম্ভাব্য কারিগরি বিষয়াদি প্রস্তুত করে রেখেছিল। তাই অনুমোদনের সাথে সাথেই সেবাটি দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বিটিসিএল।


ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব অ্যাড্রেস লিখতে প্রচলিত ইংরেজি ভাষা ব্যতীত অন্যান্য বিভিন্ন ভাষার স্ক্রিপ্টকে সমর্থন করে। ২০১০ সালে বিশ্বে প্রথম আইডিএন বাস্তবায়িত হয়। আইসিএএনএন’র তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের ৬০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিজস্ব ভাষার মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করেন।


২০১০ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী ‘ডট বাংলা’কে আইডিএন-এ অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন বলে জানায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।


পরবর্তীতে বাংলা মূল্যায়ন, সার্ভার ও সফটওয়্যার স্থাপনসহ কারিগরি প্রস্তুতি, ইন্টারনেট অ্যাসাইন্ড নেম অথরিটি (আইএএনএ), আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের অনুমোদন সম্পন্ন করে ‘ডট বাংলা’ ডোমেইন নেম চালু করা হয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সম্প্রতি এ কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কাছে চিঠি পাঠিয়েছিল।


ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘ডট বাংলা’ ডোমেইনের প্রশাসনিক এবং বিভাগের পক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কারিগরি দায়িত্ব পালন করবে।


বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিওন ‘ডট বাংলা’ ডোমেইনের জন্য আবেদন করেছিল। ‘ডট বাংলা’ চালুর ফলে বাংলাদেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে। ফলে ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিসহ বাংলা কনটেন্ট তৈরি উৎসাহিত হবে। এছাড়া ‘ডট বাংলা’ ডোমেইন সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে জানায় টেলিযোগাযোগ বিভাগ।


আইক্যানের তালিকায় বাংলা ভাষায় লেখা ডোমেইন হিসেবে ডটবাংলা হচ্ছে দ্বিতীয়। ডট ‘ভারত’ নামে আরেকটি বাংলায় লেখা ডোমেইন ওই তালিকায় আগেই স্থান পেয়েছে। ডট ভারত ডোমেইনটির স্পন্সরিং অর্গানাইজেশন হচ্ছে দিল্লির ন্যাশনাল ইন্টারনেট একচেঞ্জ অব ইন্ডিয়া। ভারতে হিন্দি, উর্দু, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি ও তামিল ভাষায়ও ডোমেইন রয়েছে। ডট ভারত ডোমেইনটি নিবন্ধন করা হয় ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি। বাংলাদেশ ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি আইক্যানের কাছে আবেদনের পর ২০১১ সালে ডটবাংলা ডোমেইনটির আনুষ্ঠানিক অনুমোদন এবং পরের বছর আইএএনএর অনুমোদন পায়। ভারত এবং বাংলা দ্বিতীয় মাতৃভাষার দেশ সিয়েরা লিওনও বাংলাদেশের পাশাপাশি এ ডোমেইনটির অধিকার পেতে আবেদন করেছিল। সব দিক বিবেচনা করে আইক্যান তখন ডোমেইনটি বাংলাদেশকেই বরাদ্দ দেয়।


এদিকে, বাংলাদেশের জন্য ডটবিডি ডোমেইনের জন্যও আইক্যানের কাছে আবেদন করেছিল বিটিআরসি। কিন্তু সেটাও এখনও চালু করতে পারেনি বাংলাদেশ। আইক্যানের ওয়েবসাইটে ডটবিডি ডোমেইন সম্পর্কে লেখা আছে 'পেন্ডিং ডেলিগেশন' অর্থাৎ এই ডোমেইনের প্রতিনিধিত্ব কে করবে তা আইক্যান এখনো জানে না। এই তথ্যটি দেখতে যেতে হবে আইক্যানের https://goo.gl/dR4NGV এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com