শিরোনাম
প্রকাশিত হলো বাংলা ত্রিপিটক
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৫৭
প্রকাশিত হলো বাংলা ত্রিপিটক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক এই প্রথম বাংলায় প্রকাশিত হতে যাচ্ছে। বাংলা ভাষায় ত্রিপিটক প্রকাশের উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটি রাজবন বিহার। পালি ভাষায় রচিত ৫৯টি গ্রন্থকে ২৫ খণ্ডে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। ২৫ আগস্ট বাংলা ত্রিপিটকের মোড়ক উন্মোচন করা হবে।


আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি যে ধর্ম প্রচার করেছিলেন তারই সমন্বিত রূপ ত্রিপিটক। ত্রিপিটক নানা দেশে বহু ভাষায় প্রকাশিত হলেও বাংলা ভাষায় প্রকাশ এটাই প্রথম।


রাঙ্গামাটি রাজ বন বিহারের বনভান্তের শিষ্যসংঘের প্রধান, শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির জানান, বনবিহারের প্রয়াত ধর্মগুরু বনভান্তের স্বপ্ন ছিল একদিন বাংলা ভাষায় ত্রিপিটক অনুবাদ করা হবে। তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বনভন্তের শিষ্যরা বাংলায় ত্রিপিটক অনুবাদ করা উদযোগ নেন। এর অংশ হিসেবে রাজবন বিহার কর্তৃপক্ষ ২০১৫ সালে নয় সদস্যবিশিষ্ট ‘'বাংলায় সমগ্র ত্রিপিটক প্রকাশনা কমিটি'’ গঠন করেন। এ কমিটি দীর্ঘ দেড় বছর ধরে ত্রিপিটকের পালি ভাষায় রচিত ৫৯টি গ্রন্থকে ২৫ খণ্ডে বাংলায় অনুবাদ করে।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com