শিরোনাম
মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু
প্রকাশ : ২৬ মে ২০১৭, ২০:২৯
মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।


ইসলামিক ফাউন্ডেশন সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মেলা পুরো রমজান মাস জুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬২টি স্টল অংশগ্রহণ করছে।


মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রয় করা হবে।


অন্যদিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর চত্বরে শুক্রবার থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীভিত্তিক পোস্টার ও ক্যালিওগ্রাফী প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটি সারা রমযান মাসব্যাপী চলবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com