শিরোনাম
সরস্বতী পূজার দিন যা করা নিষেধ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২
সরস্বতী পূজার দিন যা করা নিষেধ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্ম অনুযায়ী, দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। তাই সরস্বতী পূজার দিন শিক্ষার্থী এবং শিল্পকলার সঙ্গে যুক্ত সকলেই দেবীর আরাধানায় মেতে ওঠেন। বিভিন্ন পুরাণে এদিন কী করা উচিৎ এবং কী করা উচিৎ নয়, সে বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন হিন্দু পুরাণে বলা হয়, সরস্বতী পূজার দিন বিশেষ কিছু কাজ করলে দেবী ক্রুদ্ধ বা অসন্তুষ্ট হন। আসুন, জেনে নেয়া যাক সেসব কাজগুলো কি-

 

>> পূজার সময় কোনোভাবেই নিজের পড়ার বইগুলোকে দেবীপ্রতিমার সামনে রাখতে ভুলবেন না। নতুবা দেবীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। 

 

>> পূজার সময় প্রতিমার সামনে জ্বালানো প্রদীপকে জ্বলে-জ্বলে নিভে যেতে দেবেন না। আপনার পূজা এবং আরাধনার সাক্ষী ওই প্রদীপ। কাজেই পুড়ে-পুড়ে সেই প্রদীপের নিভে যাওয়া আপনার পক্ষে মঙ্গলজনক না-ও হতে পারে। বরং পূজা শেষ হওয়ার পর কিছু ফুল প্রদীপের ওপর ফেলে দিয়ে প্রদীপটি নিভিয়ে দিন। 


>> পূজার দিন কখনোই হাত বা পায়ের নখ কাটা উচিত নয়। পূজার দিনে চুলও কাটবেন না। বিষয়টি অশুভ বলে প্রতিপন্ন হতে পারে। 
এছাড়া সেলাইয়ের কাজও সরস্বতী পূজার দিনে না করাই মঙ্গল। 



>> ঘরের কোনো জায়গায় কোনোরকম ধূলা-ময়লা জমতে দেবেন না। পুজোর আগেই ঘরদোর ভালো করে পরিষ্কার করুন। 


>> গুজব বা পরনিন্দা-পরচর্চায় মেতে উঠবেন না। এতে দেবী রুষ্ট হন। 


>> পূজাস্থলে বা যেখানে প্রতিমা রয়েছে তার আশেপাশে পায়ে চটি বা জুতা পরে ঘুরবেন না। খালি পায়ে ঘোরাফেরা করুন। 

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com