সিডনি আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালিত
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫
সিডনি আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালিত
সিডনি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


২৮ সেপ্টেম্বর, শনিবার সিডনিতে অবস্থিত রকডেলের স্টার বিরিয়ানি রেস্তোরাঁর ফাংশনরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি ড. সিরাজুল হকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি হারুনুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের (একাংশ) সভাপতি ড. আবুল হাসনাৎ মিল্টন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উপদেষ্টা ড. রতন কুন্ডু ও আওয়ামী লীগ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি গাওসুল আলম শাহজাদা।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি এমদাদ হক, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, আইন বিশেষজ্ঞ রিজভি শাওন, অস্ট্রেলিয়া যুবলীগ ও কেন্দ্রীয় যুবলীগের নেতা মো. নোমান শামীম, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি মো. সুজন, এডভোকেট শামীম সরদার, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ আশরাফুল আলম লাবু, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন, মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিলকিস জাহান, ড. প্রদীপ মাহবুব, আওয়ামী লীগ সিডনি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু, মোস্তফা জালাল জাহেদী, এইচ এম সুমন, চৌমুহনী আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি ও বর্তমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার নেতা আসিক সুজন, শিবচরস্থ বোরহানগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট নাহিদ আরমান প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।


বিবার্তা/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com