আওয়ামী লীগের সাথে আমাদের কোন আপস হবে না : নুর
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:০৩
আওয়ামী লীগের সাথে আমাদের কোন আপস হবে না : নুর
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের জনসমাবেশে জানালেন গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের সাথে আমাদের কোন আপস হবে না। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না, রাজনৈতিক দলগুলির এই সুবিধাবাদী ভাওতাবাদী চিন্তাভাবনার কারণেই বিগত ১৬ বছরে তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই। জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই ছাত্রজনতাকে বিশ্বাস করেই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্যই বুক পেতে, বুক চেতিয়ে লড়াই করেছে।


২৬ এপ্রিল, শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা মোড়ের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ পঞ্চগড় আয়োজিত গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহাফুজার রহমানের সভাপতিত্বে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, গণধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতি, লুটপাট, দখলের অভিযোগ নাই। এজন্য তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদেরকে বিশ্বাস করতে পারেন। সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ পেলে আমরা দেশকে বদলে দিতে চাই, আমরা আমৃত্যু চেষ্টা চালিয়ে যাবো।


এ সময় কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলনের পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বিসহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com