নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী : টুকু
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২০:০৬
নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী : টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এবং বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেক রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারে, তবে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যেহেতু ১৪, ১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি, প্রায় তিন কোটি ৬০ লাখ ভোটার, ভোটার হওয়ার সত্ত্বেও বিগত তিনটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, একটি রাজনৈতিক সরকার। একটি নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ জনগণের অংশগ্রহণ থাকে তার পিছনে।


তিনি বলেন, কাজেই আমরা মনে করি, এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন।


২৭ এপ্রিল, রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এ সময় বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফুটবল চ্যাম্পিয়নশিপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা ও ক্রীড়ায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে শুরু হওয়া এই ফুটবল চ্যাম্পিয়নশিপ এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার পর। আগামী ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিএফসি-২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঈদুল আজহার পরবর্তী ৩ দিনব্যাপী এই মহারণে ফুটবলের আবহে মেতে উঠবে টাঙ্গাইলবাসী।


বিবার্তা/ইমরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com