কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৭
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়া মো. জাফর আলম গ্রেপ্তার হয়েছেন। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য।


রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।


গ্রেপ্তার হওয়া মো. জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই তিনি নানা বিতর্কের জন্ম দেন। এসব কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়েন। পরে অবশ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। কিন্তু পরাজিত হন।


এর আগে, মো. জাফর আলম ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com