দেশ জুড়ে চলমান সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:০০
দেশ জুড়ে চলমান সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলন ঘিরে জামাত-বিএনপি ও জঙ্গি গোষ্ঠী কর্তৃক দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ।


সোমবার (২৯ জুলাই) বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা ও হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।


যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সমাবেশে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ও শাখা কমিটির নেতাকর্মীরা অংশ নেন।


যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ খান তৌহিদ ও ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগ, সাউথহল স্বেচ্ছাসেবক লীগ, লুটন স্বেচ্ছাসেবক লীগ, ওল্ডহাম স্বেচ্ছাসেবক লীগ ও হাইওয়েকম স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেসে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এনামুল হক, মোসাদ্দীক কামালী, রুম্মান আহমেদ, ফরহাদ আহমেদ, ফারুক আহমেদ, মো. মিনা, সাংগঠনিক সম্পাদক আবু ইয়াহিয়া, মোত্তাসির চৌধুরী জনি, আলী আকবর চৌধুরী, ফয়সাল আহমেদ, আলিম আহমেদ, জয়নাল আহমেদ, শাহনেয়াজ শুভ, আলাউদ্দিন আহমেদ, রায়হান উদ্দিন, হেলাল আহমেদ, মামুন চান, মাসুদ আহমেদ, বদরুল এলাম, মিন্টো খান, সোলায়মান প্রধান, শামীম আল মামুন প্রমুখ।


যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ ,যুক্তরাজ্য যুব লীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com