
মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম রজতজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম রজতজয়ন্তী পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
রবিবার (৩০জুন) সন্ধ্যায় বুকিত বিনতাং- এর রেস্টুরেন্ট পিঠাঘরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাতুক সেরী কামরুজ্জামান কামাল।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সহ সভাপতি রাশেদ বাদল, কাইয়ুম সরকার ও দাতু আক্তার হেসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এ কামাল হোসেন চৌধুরী, মো. হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, মামুনুর রশীদ, সাখাওয়াত হক জোসেফ, এ আর মামুন, আ. রউফ লিটন, সাইফুল ইসলাম সিরাজ, বিএম বাবুল, সাঈদ সরকার, সাখাওয়াত হোসেন, প্রদীপ কুমার বিশ্বাস, এ আর আনোয়ারসহ আরও অনেকে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে জাতীয় সংগীত এবং বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।
পরে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিবার্তা/আরিফুজ্জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]