তফশিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইসি: মাহবুব উদ্দিন খোকন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৪:১১
তফশিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইসি: মাহবুব উদ্দিন খোকন
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

তফশিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইসি মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।


তিনি বলেন, তফশিল ঘোষণা হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।


বুধবার (১৫ নভেম্বর) দুপুরে, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি একথা জানান। বিএনপির সব নেতা গ্রেফতার ও অফিস তালাবদ্ধ রেখে তফসিল ঘোষণা, সাংঘর্ষিক আচরণ।


এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।


সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাথে কোনো সংলাপ নয়। এর আগেও সংলাপে কথা দিয়েছিল, কিন্তু তারা কথা রাখে নাই। সুতরাং সংলাপ ফলপ্রসূ হবে না। বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি।


নির্বাচনকালীন সরকার ফয়সালা, শেখ হাসিনার পদত্যাগ ও ইসি পুনর্গঠন করলে সমাধান আসবে এই পরিস্থিতি থেকে বলেও জানান তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com