
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১৯ মে, রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেন আদালতে আত্মসমর্পণ করে পল্টন থানাসহ ১২টি মামলায় জামিন আবেদন করেন। আদালত পল্টন থানার মামলায় তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবশ্য অপর ১১টি মামলায় ইশরাকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]