
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা শুরু হবে চলতি সপ্তাহ থেকেই। এছাড়া অক্টোবরে মহানগর আওয়ামী লীগের সম্মেলন।
১৯ মে, রবিবার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল সাড়ে ১০টায় নগরের কাজির দেউড়ির সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে সভা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সভায় জানানো হয়, এসব সম্মেলনে নতুন নেতৃত্বও নির্বাচন করা হবে। তৃণমূলের এসব সম্মেলন শেষে চলতি বছরের অক্টোবরে হবে মহানগর আওয়ামী লীগের বহু প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন।
বিবার্তা/জাহেদ/রোমেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]