দেশের জনগণ উন্নয়ন ও শান্তি চায়: ইঞ্জিনিয়ার আবদুস সবুর
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:৩৩
দেশের জনগণ উন্নয়ন ও শান্তি চায়: ইঞ্জিনিয়ার আবদুস সবুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের জনগণ রাজনৈতিক সচেতন। আগামী নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করে এদেশের জনগণই নির্ধারণ করবে অবরোধ, সন্ত্রাস নয় উন্নয়ন এবং শান্তি চায়।


সোমবার (৬ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য-অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।


মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামাত দেশের জনগণের চেয়ে বিদেশিদের উপর এতোই নির্ভর করেছে যাকে দেখে তাকেই 'বাইডেনের উপদেষ্টা' মনে হয়। দেশের উন্নয়নের জন্য নয় শুধু ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস বেছে নিয়েছে। দেশের জনগণের সম্পদ ধ্বংস করছে।


বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকারের দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বলেন, বিশ্বমানের উন্নয়ন হয়েছে বাংলাদেশে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক চুল্লীসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ট্রেন দিয়ে এখন কক্সবাজার যাওয়া যায়৷


ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবার জনপ্রিয়তা দেখে যোগ্য ব্যক্তিকেই বাছাই করবেন। আর দাউদকান্দি তিতাসের মানুষ স্মরণকালের সবচেয়ে বেশি ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে।


এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজান খন্দকার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফকরুল আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,সদর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্লা আল আমিন, দাউদকান্দি ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিয়াদসহ দাউদকান্দি উপজেলা,তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।


প্রতিবাদ সভা শেষে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর দাউদকান্দি কদমতলীতে দাউদকান্দি সদর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেনের শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com