ক্রন্দন শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না: মঈন খান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৭:০২
ক্রন্দন শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না: মঈন খান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কালের ক্রন্দন ধ্বনি শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুখে কালো কাপড় বেঁধে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। বিকেল ৩টায় শুরু হওয়া কর্মসূচি চলে ৪টা পর্যন্ত। দিবসটি উপলক্ষ্যে মিছিলের কথা থাকলেও মানববন্ধন করে। তবে কি কারণে কর্মসূচি পরিবর্তন হলো সে বিষয়ে দলের পক্ষ থেকে কিছু থেকে জানান হয়নি।


আব্দুল মঈন খান বলেন, সরকারের অন্যায়ের প্রতিবাদ করায় অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। সরকারকে সবকিছুর জবাব দিতে হবে।


তিনি বলেন, কালের ক্রন্দন ধ্বনি শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না। শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারকে সরানো হবে।


ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, গুম খুন হত্যার বিচার চাইলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। আগামীতে ক্ষমতায় যেয়ে জাতীয় সরকার গঠন করতে পারলে সেসময় আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের বিচার করা হবে।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারের বিরুদ্ধে কোন কিছু বলা যায় না। হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে হলে সরকারের পতনের বিকল্প নেই। আওয়ামী লীগ মানেই অত্যাচার, আওয়ামী লীগ মানেই নিপীড়ন। সকলকে রাজপথে নেমে সোচ্চার হতে হবে, জানিয়ে দিতে হবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না।


সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির নেতাকর্মীদের গুম করেছে। রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন, দেশ-বিদেশের সকলে বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।


অন্যদের মধ্যে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তৃতা করেন।


অন্যদের মধ্যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com