শিরোনাম
রাজনীতি
প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই : মির্জা ফখরুল
প্রকাশ : ১৫ মে ২০২৩, ২০:৫২
প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই : মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই। ত্রিদেশীয় এই সফরের ফল প্রায় শূন্য।


সোমবার (১৫ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, জাপানের সঙ্গে কিছু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সফরের এ বিষয়টি আগেই ঠিক হয়েছিল, সেটাই হয়েছে। আর যুক্তরাষ্ট্রে তিনি গিয়েছিলেন মূলত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের যে সম্পর্ক, সে উপলক্ষে একটি সেমিনারে বক্তব্য রাখতে। সেখানে তার কী অর্জন, তা আপনারাই বিবেচনা করবেন। আর যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন দেশটির নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে। সরকারপ্রধান হিসেবে স্বাভাবিকভাবেই সেখানকার নতুন প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে তার দেখা হয়েছে। এখানে বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই।


তিনি বলেন, দেশে রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না। আমদানি করতে না পারার কারণেই নিত্যপণ্যের দাম এত বেড়ে গেছে। এটা আরও বাড়বে যখন পদ্মাসেতুসহ অন্যান্য প্রকল্পের জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে হবে। বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ। রিজার্ভের পরিমাণ এতই নেমে এসেছে যে, মারাত্মক একটা সংকট সৃষ্টি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com