আমৃত্যু সত্যের সাধক ছিলেন ডা. জাফরুল্লাহ: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০১:০০
আমৃত্যু সত্যের সাধক ছিলেন ডা. জাফরুল্লাহ: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আমৃত্যু সত্যের সাধক ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।


বুধবার (১২ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী আমৃত্যু সত্যের সাধক ছিলেন। কোনও রক্তচক্ষুকে তিনি পরোয়া করতেন না। যা সত্য সেটা তিনি নিঃসংকোচে বলে দিতেন। এমন একজন দেশপ্রেমিক বীরযোদ্ধা আমাদেরকে অভিভাবকহীন করে চলে গেলেন। উনার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।


সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে এই মহান ব্যক্তিত্বের মৃত্যুতে সশ্রদ্ধ শোক ও গভীর সমবেদনা জানাই। আমরা উনার শোক সন্তপ্ত পরিবারবর্গ, উনার শোকাহত শুভানুধ্যায়ীদের প্রতি জানাই সমবেদনা।


তিনি বলেন, আশা করছি- আল্লাহ আপনাদেরকে সেই শোক সইবার শক্তি দিবেন। মহান আল্লাহ উনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। একজন জাফরুল্লাহ চৌধুরী আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবেন।


মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিবার্তা/কিরণ/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com