কানে রেড কার্পেটে গোলাপি বেশে কিয়ারা
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৭:২৫
কানে রেড কার্পেটে গোলাপি বেশে কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। শনিবার উৎসবটির রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে গোলাপি বেশে সবার নজর কড়েছেন কিয়ারা।


রেড কার্পেটে মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকার অনলাইনে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার কথা বলছেন কিয়ারা। তাকে বলতে শোনা যায়, ‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজনক। আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে। আমার মনে হয়, অসাধারণ একটা সময়ে এটা হল। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আনন্দিত।’


এদিন কিয়ারা সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন পরেছিলেন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হীরা ও অন্যান্য দামি পাথর বসানো নেকলেস। সঙ্গে কালো জরির গ্লাভস।


এদিন অনুষ্ঠানে কিয়ারার পাশাপাশি ৬ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যারা ভবিষ্যৎ প্রজন্মের নারী গল্পকারদের পথ দেখিয়েছেন। এরা হলেন আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন, কিয়ারা আদভানি এবং সালমা আবু দেইফ।


গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন কিয়ারা। আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে ‘ওয়ার ২’-তে। রণবীর সিংয়ের ‘ডন ৩’ ছবিতেও থাকছেন কিয়ারা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com