
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুইজারল্যান্ডের জেনেভা সফর শেষে ১৯ মে, রবিবার বিকেলে দেশে ফিরেছেন।
তিনি সুইজারল্যান্ডের জেনেভায় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)” শীর্ষক সভায় যোগদান করেন।
সফরকালে তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদর দপ্তরে প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট”- শীর্ষক সভাতেও অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও স্পিকারের সফরসঙ্গী ছিলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]