
বেলারুশের সঙ্গে পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে পোল্যান্ড। রাশিয়া ও বেলারুশের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার জন্য এই বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৮ মে) পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
২০২১ সাল থেকে অভিবাসীদের ইউরোপে প্রবেশে বেলারুশের সঙ্গে পোল্যান্ড সীমান্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষদের নিজেদের ভূখণ্ড দিয়ে পোল্যান্ডে প্রবেশে উৎসাহিত করছে। যা ইউরোপে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের একটি নতুন অনানুষ্ঠানিক রুট তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন এ পদক্ষেপকে বেলারুশের সংকট সৃষ্টিরই চেষ্টা বলে অভিহিত করেছে।
২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকেই রাশিয়া-পোল্যান্ড সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড। দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার জন্য রাশিয়া ও বেলারুশকে অভিযুক্ত করেছে পোলিশ সরকার।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোপরি পূর্ব সীমান্ত সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোন ধরনের প্রতিরক্ষা তৈরি করা হবে, তার বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, একটি সুরক্ষিত সীমান্ত নির্মাণের জন্য একটি বড় প্রকল্প শুরু করছি। যার মধ্যে একটি প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা ও পরিবেশগত বিষয় রয়েছে, যা শত্রুদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেবে।
অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য পোলিশ-বেলারুশিয়ান সীমান্তে একটি বেষ্টনী তৈরি করেছিল পূর্ববর্তী সরকার। যা ১৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৫ দশমিক ৫ মিটার উঁচু ছিল। এই সীমান্ত বেষ্টনীতে নজরদারি ক্যামেরা ও সেন্সর আছে।
এর আগে মে মাসের শুরুর দিকে বিস্তারিত কিছু না জানিয়ে পূর্ব সীমান্তকে শক্তিশালী করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন টাস্ক।
পোলিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভের স্যাটেলাইট উপাদানের জন্য ৫০০ মিলিয়ন জলটি (পোলিশ মুদ্রা) অর্থায়নের বিষয়ে সোমবার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে কথা বলবেন তিনি।
ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভ হলো একটি সাধারণ আকাশ প্রতিরক্ষা প্রকল্প। ২০২২ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এটিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন টাস্ক।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]