জৈন্তাপুরের লাল টিলা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১০:৪৫
জৈন্তাপুরের লাল টিলা
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিলেট শহর হতে ৪০ কিলোমিটার দূরে জৈন্তা-খাসিয়া পাহাড়ের পাদদেশে জৈন্তাপুর অবস্থিত। উত্তর এবং পূর্বে পাহাড়-পর্বত এবং উপত্যকার সমাবেশস্থল আর দক্ষিণে এবং পশ্চিমে বহু হাওরের সমাহার। এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কানাইঘাট উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা, পূর্বে কানাইঘাট উপজেলা, পশ্চিমে গোয়াইনঘাট উপজেলা ও সিলেট সদর উপজেলা।


জায়গাটা বাংলাদেশ-ভারতের সীমান্তের লাগোয়া। শ্রীপুর চা-বাগানের বিপরীতে অতি উঁচু লাল রঙের টিলার চূড়ায় একটা একাকী নিঃসঙ্গ গাছ।


সারি সারি লাল টিলা, ওপাশে সবুজ গাছপালায় আচ্ছাদিত পাহাড়। মাঝখানে পানি শুকিয়ে আসা নিস্তেজ জলাশয়, পোড়ো জমি আর গোচারণভূমি। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর ছাড়া এমন দৃশ্য আর কোথায়ই–বা দেখা যাবে।


এখানে এই টিলায় প্রতিদিন আশপাশের তো বটেই, দূরদূরান্ত থেকেও হাজারো মানুষ আসেন। লাল টিলার চূড়ায় বসে গল্প-আড্ডায় সময় কাটান। এখান থেকে কিছুটা হাঁটাপথ পেরোলেই ভারতের মেঘালয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। তবে রাষ্ট্রের অদৃশ্য সীমারেখা নিষেধের আঙুল উঁচিয়ে রাখে। কেউ-ই সে রেখা অতিক্রম করে যায় না।


গুচ্ছগ্রামের টিলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী। সামান্য দূরেই ভারতের ডাউকি বাজার। সেখানে সারি সারি টিলা। সেখানকার গাছগাছালিভরা সবুজ পাহাড়ের ঢালে দৃষ্টিনন্দন সব বসতি। রাতের বেলায়ও তার আলাদা সৌন্দর্য দেখার মতো। দূরের ডাউকি বাজারের উঁচু-নিচু পাহাড়ে যখন বাতি জ্বলে, তখন দেখতে অনেকটা জোনাকি পোকার গুচ্ছের মতোই মনে হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com