
গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভাসহ নানা আয়জনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
১ মে (বুধবার) সকালে শহরের শেখ কামাল স্টেডিয়ামের সামনে থেকে গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক সমিতি ইউনিয়নের পক্ষ থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়।
সংগঠনের সভাপতি আলামিন মোল্লা ও সাধারণ সম্পাদক মিটৃ গাজীর নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এম জুলকদর রহমান, জেলা বাস ও মটর শ্রমিক ইউয়নের সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ আরো অনেকে সভায় বক্তব্য রাখেন।
এ সময় গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির সভাপতি আলামিন মোল্লা সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের জন্য টার্মিনাল করে দেয়ার জন্য সরকারে প্রতি জোর দাবি জানান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]