শিরোনাম
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:২৭
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।


রবিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর পুলিশের সার্কেল অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক দেশের বন্দী বিনিময় চুক্তি নেই। এছাড়া কিছু আইনি জটিলতা রয়েছে। এ জটিলতা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর আছে।


রোহিঙ্গা প্রশ্নে আসাদুজ্জামান খাঁন বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। মিয়ানমার থেকে যারা আসছে, তাদেরকে ফেরত নিয়ে যাবে।


এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল হাই, নবী নেওয়াজ, আনোয়ারুল আজিম আনার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, খুলনা রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহম্মেদ, জেলা প্রশাসক জাকির হোসেন এবং পুলিশ সুপার মিজানুর রহমান।


বিবার্তা/কোরবান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com