শিরোনাম
উইকিতে এ বছর বাংলাদেশের যে দু’টি ছবি বিশ্বসেরা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৮:২১
উইকিতে এ বছর বাংলাদেশের যে দু’টি ছবি বিশ্বসেরা
আজিম খান রনির তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এই ছবিটি তৃতীয় স্থান দখল করেছে।
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’ এর চূড়ান্ত বিজয়ী তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি ছবি।


চূড়ান্ত ফলাফল অনুযায়ী সেরা ১০টি ছবির মধ্যে বাংলাদেশের আজিম খান রনির তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি তৃতীয় এবং জুবায়ের বিন ইকবালের তোলা বায়তুল মোকাররমের আরেকটি ছবি ৭ম হয়েছে।


চলতি বছর এ প্রতিযোগিতায় ৫৪টি দেশের ১০ হাজার অংশগ্রহণকারী ২,৪৫,০০০ ছবি আপলোড করেছেন। প্রতিযোগিতায় তৃতীয় বিজয়ী ১২০০ ইউরো সমমূল্যের ক্যামেরা সংক্রান্ত যন্ত্রাদি এবং সপ্তম বিজয়ী ৪০০ ইউরো সমমূল্যের যন্ত্রাদি কেনার সুযোগ পাবেন।



জোবায়ের বিন ইকবালের তোলা বায়তুল মোকাররমের এই ছবিটি৭ম হয়েছে।


গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে চূড়ান্তে এ ফলাফল প্রকাশিত হয়েছে। এ প্রতিযোগিতায় চলতি বছর দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে ১১৯ জন অংশগ্রহণকারী প্রায় ৩০০০ হাজার ছবি আপলোড করেছেন। সেখান থেকে বিজয়ী সেরা ১০টি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়। চলতি বছর দুইজন বিদেশী বিচারকের সাথে বাংলাদেশ পর্বের বিচারকার্যে বিচারক হিসেবে ছিলেন রিফাত জামিল ইউসুফজাই। আন্তর্জাতিক ভাবে বিজয়ী সবগুলো ছবি দেখা যাবে www.wikilovesmonuments.org/the-winners-of-2017 ঠিকানায়।


বাংলাদেশে এ প্রতিযোগিতার সমন্বয়ক ও উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান বলেন, ‘দ্বিতীয় বারের মতো অংশ নিয়েই বাংলাদেশের ছবি সেরা ১০-এ স্থান করে নিয়েছে। এটা সত্যিকার অর্থেই দারুন খবর। আমাদের মূল উদ্দেশ্য হলো, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ স্থাপনার ছবিগুলো উইকিপিডিয়ার বাংলাদেশ বিষয়ক নিবন্ধগুলোতে ব্যবহার করা ও উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা।’


প্রতিযোগিতার বিষয়ে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও এ আয়োজনের সহ-সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী বলেন, ‘দ্বিতীয় বারের মতো এ প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নিয়েই সেরার তালিকায় চলে এসেছে। আমরা এ আয়োজনটি প্রতি বছর করবো। আশা করছি ভবিষ্যৎতে আরো দারুন সব ছবি পাবো এবং চূড়ান্ত প্রতিযোগিতায় আমাদের অবস্থান আরো এগিয়ে যাবে।’


উল্লেখ্য, ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লাখের বেশি ছবি যুক্ত হয়েছে। গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী, এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা। আন্তর্জাতিক এ আলোকচিত্র প্রতিযোগিতা প্রতিবছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।


ডব্লিউএলএম ছাড়াও বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলের ছবি নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘উইকি লাভস আর্থ (ডব্লিউএলই)’ প্রতিযোগিতা। এবারের এ প্রতিযোগিতায়ও বাংলাদেশের পল্লব কবিরের তোলা লাউয়াছড়া জাতীয় পার্কের ছবি ১১তম হয়েছে। চতুর্থবারের মতো অনুষ্ঠিত বিভিন্ন দেশগুলোর সংরক্ষিত অঞ্চলগুলোর ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ (ডব্লিউএলই)’-এ প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছে।


এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘দেশের সংরক্ষিত অঞ্চলগুলোর’ ছবি নিয়ে অংশ নেয়। এবারের বিজয়ী সবগুলো ছবি দেখা যাবে https://blog.wikimedia.org/2017/12/11/wiki-loves-earth-international-winners ঠিকানায়। বাংলাদেশে এ আয়োজনগুলোর স্থানীয় আয়োজক উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত শাখা উইকিমিডিয়া বাংলাদেশ।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com