শিরোনাম
অপশক্তি ক্ষমতায় আসুক এটা কেউই চায় না : আমু ‌
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৫৯
অপশক্তি ক্ষমতায় আসুক এটা কেউই চায় না : আমু   ‌
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোনো অপশক্তি এদেশের ক্ষমতায় আবারো আসুক, এটা কেউই চায় না।


রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমু এ কথা বলেন।


বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে বলে শেখ হাসিনার নেতৃত্বে, অধীনে নির্বাচন হবে না। যদি তারা ভাবে তাদের দাবি মেনে নেয়া হবে, তাহলে তারা দিবাস্বপ্ন দেখছে। কোনো ব্যক্তির অধীনে নয়, সঠিক সাংবিধানিক প্রক্রিয়া ও বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কেউই নাক গলাবে না।


আমু বলেন, বাংলাদেশে সংবিধান আছে। এ দেশে সাংবিধানিক শূন্যতা ফিরে আসুক এবং সেই শূন্যতার সুযোগ নিয়ে কোনো অপশক্তি ক্ষমতায় আসুক, এটা আমরা কেন, কেউই চায় না।


তিনি বলেন বাংলাদেশের উন্নতি সমুন্নত রাখতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।


বিবার্তা/ওরিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com