শিরোনাম
“ঢাকা লিট ফেস্ট” শুরু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:২০
“ঢাকা লিট ফেস্ট” শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্যের মিলনমেলা “ঢাকা লিট ফেস্ট” বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ঢাকা লিট ফেস্ট-২০১৭’ উদ্বোধন করেন সিরিয়ার কবি আদোনিস। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্ ও আহসান আকবার।


এতে ২৪ টি দেশের দুই শতাধিক সাহিত্যিক অংশ নিচ্ছেন। সিরিয়ার কবি আদোনিস ছাড়াও বিদেশি অতিথিদের মধ্যে এবার অংশ নিচ্ছেন নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড প্রমুখ।


বাংলাদেশের সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, আনিসুল হক, সলিমুল্লাহ খান, কায়সার হক, খাদেমুল ইসলাম, ড.গৌরাঙ্গ চন্দ্র মোহান্তসহ দেড় শতাধিক সাহিত্যব্যক্তিত্ব এতে অংশ নিচ্ছেন।


দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও এসব দেশের লেখকদের ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ করা সাহিত্যের সম্মানজনক ডিএসসি পুরস্কারও ঘোষণা করা হবে লিট ফেস্টে। এছাড়া বাংলাদেশের ‘জেমকন সাহিত্য পুরস্কার’ও লিট ফেস্টের প্রথম দিনে ঘোষণা করার কথা রয়েছে।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com