শিরোনাম
সুষমা স্বরাজ ঢাকায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৫:০৩
সুষমা স্বরাজ ঢাকায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।


সুষমা স্বরাজ এই সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভার সভাপতিত্ব করবেন। ভারত সরকারের অর্থায়নের ১৫টি প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।


বিকেল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ।


এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।


রাত ৮টায় হোটেল সোনাগাঁওয়ে বিএনপি চেয়ারপাসন খালেদার জিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপাসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর শুধু রোহিঙ্গা সংকট সমাধান কিংবা চতুর্থ যৌথ পরামর্শ কমিটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com