শিরোনাম
প্রধান বিচারপতি ইস্যুতে বিএনপি গভীর চক্রান্তে লিপ্ত : ইনু
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:০৫
প্রধান বিচারপতি ইস্যুতে বিএনপি গভীর চক্রান্তে লিপ্ত : ইনু
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির বিষয়টি নিয়ে বিভিন্নভাবে গভীর চক্রান্ত্রে লিপ্ত।


মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


ইনু বলেন, নির্বাচনী রোডব্লক করতেই নির্বাচন কমিশনের কাছে এখতিয়ার বহির্ভুত এবং সংবিধান পরিপন্থী ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। নির্বাচন বানচাল করাই তাদের উদ্দেশ্য।


তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতারা বলছেন প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।


ইনু বলেন, একটি দেশের প্রধান বিচারপতি হলেন সর্বক্ষমতার অধিকারী। যে দেশের প্রধান বিচারপতি সর্বক্ষমতার অধিকারী, কী করে সেই প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয় সেটা আমার বোধগাম্য নয়। কিন্তু তার ছুটির বিষয়টি নিয়েও বিএনপি গভীর ষড়যন্ত্র করছে। দলটির নেত্রী বেগম খালেদা জিয়া নিজে নিজের দুর্নীতির শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূল লক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য পূরণে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com