শিরোনাম
বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি শুরু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:৫৭
বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি শুরু
বিবার্ত প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১২ জানুয়ারি আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। শেষ হবে ১৪ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।


সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা জানিয়েছেন।


নিরাপত্তার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বসে নিরাপত্তা দেখভাল করবেন। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন, তা আমরা করেছি এবং সাত দিন আগে জানিয়ে দেয়া হবে কোন কোন জেলার পার্কিং স্থান কোথায় কোথায় থাকবে।


যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই, সেসব দেশের নাগরিকরা বাংলাদেশে ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


রোহিঙ্গারা ইজতেমায় অংশ নিতে পারবেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গারা বিদেশি নাগরিক, সুতরাং বিদেশি নাগরিকরা যে প্রক্রিয়ায় ইজতেমায় অংশ নেবেন, তাদেরও সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।


সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com