শিরোনাম
নাফ নদীতে নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৭, ০৯:৫২
নাফ নদীতে নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় সাগর উপকূলে টেকনাফের নাফ নদীতে ফের রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


রবিবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরে প্রবল ঢেউয়ের ধাক্কায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও নয়জন শিশু রয়েছে। এর আগে গতকাল রাতে ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন বিজিবি সদস্যরা।


এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক জানান, বিজিবির সদস্যরা রাত ১১টা পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করেছেন। আর নারী-শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়াদের দাবি, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।


এর আগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের উখিয়ার ইনানী সৈকতের কাছে সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন মারা যান।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com