শিরোনাম
রোহিঙ্গা ইস্যুতে পাশে আছি: প্রধানমন্ত্রীকে ট্রাম্প
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৯
রোহিঙ্গা ইস্যুতে পাশে আছি: প্রধানমন্ত্রীকে ট্রাম্প
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এ খবর জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রসচিব এম শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেছেন- স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলেন, ‘মিয়ানমার ইস্যুতে আমরা আপনাদের পাশে আছি। কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, যুক্তরাষ্ট্র তা দেখবে।’

 

পররাষ্ট্রসচিব জানান, রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান ট্রাম্প। উত্তরে অগ্রগতি ভালো বলে জানান প্রধানমন্ত্রী।

 

জাতিসংঘের সংস্কার বিষয়ে উচ্চপর্যায়ের সভার পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ওই পার্শ্ববৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবারই প্রথম রোহিঙ্গা ইস্যু নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প। চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর জাতিসংঘের সদর দপ্তরে এটিই তার প্রথম সফর।

 

পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ছাড়াও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

 

বিবার্তা/নিশি

 

>> মুসলিমদের পালানোর কারণ খুঁজে বের করব: সুচি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com