শিরোনাম
ভাস্কর্য সরানোর প্রতিবাদ
পুলিশের কাঁদানে গ্যাসে আহতরা ঢামেকে ভর্তি
প্রকাশ : ২৬ মে ২০১৭, ১৪:৩৪
পুলিশের কাঁদানে গ্যাসে আহতরা ঢামেকে ভর্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপন করা গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে বের হওয়া মিছিলটি পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ সাতজন আহত হয়েছেন।আহতদের শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন- উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন (৪৫), তামান্না বিনতে কথা (১৭), মিদুল (৩২), সঞ্জয় কান্ত দাস (২৭), অনিক তাসলিম মিতু (২১), সাজ্জাত হোসেন (২১) ও অজ্ঞাত নারী (৫৫)।


বিষয়টি জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।


এর আগে বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপন করা গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়া হয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র সমাজ রাজু ভাস্কর্যের সামনে থেকে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।


মিছিলটি হাইকোর্টের মাজার গেটে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটকও করা হয়।


বিবার্তা/নানা/খলিল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com