শিরোনাম
প্রধানমন্ত্রীর সাথে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাক্ষাৎ
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৬:৩৯
প্রধানমন্ত্রীর সাথে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে চন্দ্রিকা কুমারাতুঙ্গা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও তাদের রাজনৈতিক দলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ‘বৈঠকে আওয়ামী লীগ ও শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির মধ্যে অনেক মিল আছে বলে একে অপরকে জানান তারা।


এ সময় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন অত্যাচার ও নির্যাতনের শিকার হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন বলে জানান প্রেস সচিব ইহসানুল করিম।


এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।


চন্দ্রিকা কুমারাতুঙ্গা ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি শ্রীলঙ্কার একমাত্র নারী প্রেসিডেন্ট। লন্ডনভিত্তিক গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে যোগ দিতে ৪ দিনের সফরে গত ২১ মে ঢাকায় এসেছেন তিনি।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com