শিরোনাম
রমজান জুড়ে মোবাইল কোর্ট অভিযান: শিল্পমন্ত্রী
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৪:০৬
রমজান জুড়ে মোবাইল কোর্ট অভিযান: শিল্পমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন রহমজান মাসে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘রমজান মাসে অসাধু ব্যবসায়ী ও বিক্রেতারা যাতে খাদ্যে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য ও পানীয় প্রস্তুত এবং বিক্রি করতে না পারে সে জন্য প্রতিদিন মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে।’


মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিল্পমন্ত্রী।


আমির হোসেন আমু বলেন, আসন্ন রহমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধে আগাম নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে ইতিমধ্যে ইফতার ও সেহেরিতে অধিক পরিমাণে ব্যবহৃত ২৪৯টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, ইতিমধ্যে বেশকিছু নমুনার ল্যাবরেটরি টেস্টিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. সাইফুল হাসিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com