শিরোনাম
রমজানে গরুর মাংসের কেজি ৪৭৫ টাকা
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৩:৪১
রমজানে গরুর মাংসের কেজি ৪৭৫ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজানে প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে মেয়র সাঈদ খোকনের এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিজেই মাংসের দাম বেশি নির্ধারণ না করার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ীরাতিনটি প্রস্তাব দেন।


পরে মেয়র বলেন, আপনাদের প্রস্তাব অনুযায়ী মাতুয়াইল, যাত্রাবাড়ী অথবা কামরাঙ্গীরচরে গরুর হাট করা হবে। এ ঘোষণার পরপরই মাংস ব্যবসায়ীরা করতালির মাধ্যমে মেয়রকে স্বাগত জানান।


মেয়র আরো বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসছি যেন কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারেন। এমনটি যদি কেউ করেন তাহলে সেখানে ডিএসসিসি হস্তক্ষেপ করবে।


প্রতি বছরের মতো রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিকরা যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে রোজা পালন করতে পারেন সেজন্য ডিএসসিসি মাংসের দাম নির্ধারণ করে থাকে বলেও উল্লেখ করেন মেয়র।কোনো মাংস ব্যবসায়ী নির্ধারিত এই দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com