শিরোনাম
প্রধানমন্ত্রী ২৯ মে অস্ট্রিয়া যাচ্ছেন
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৪:৫০
প্রধানমন্ত্রী ২৯ মে অস্ট্রিয়া যাচ্ছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ মে দুইদিনের সফরে অস্ট্রিয়া যাচ্ছেন। সেখানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সফরের প্রস্তুতি শুরু হয়েছে।


তিনি আরও জানান, ৩০ মে থেকে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রধানমন্ত্রী উদ্বোধনের দিনে অংশ নিয়ে রাতে দেশে ফিরে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও সচিব মো. শহীদুল হক তার সফরসঙ্গী হচ্ছেন।


সম্মেলনে আইএইএর সদস্য রাষ্ট্র ও সংস্থাগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে আগেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com