ভূমিকম্প: বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রথম চালান মিয়ানমারে
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ২০:৩৪
ভূমিকম্প: বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রথম চালান মিয়ানমারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান দেশটিতে পৌঁছে দেওয়া হয়েছে।


৩০ মার্চ, রোববার দুপুরে বিমান ও সেনাবাহিনীর দুটি পরিবহন বিমানে সাড়ে ১৬ টন ত্রাণ সহায়তা ইয়াংগুনে পাঠানোর পর তা হস্তান্তর করা হয়েছে বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর ও মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের তরফে বলা হয়েছে।


এসব ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যলাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।


এর পাশাপাশি উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা দেবে।


আইএসসিআর বলেছে, চিকিৎসা সেবা দিতে সেনাবাহিনীর ১০ সদস্য এবং অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে ১১ সদস্যের দুইটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।


যে ত্রাণসামগ্রী মিয়ানমারে পাঠানো হয়েছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশ হিসেবে তুলে ধরে আইএসপিআর বলেছে, “পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরো ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে।"


গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ১৭০০ এর বেশি মানুষ নিহত এবং ব্যাপক আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অনেক এলাকা। ভূমিকম্পে থাইল্যান্ডেও ক্ষতিগ্রস্ত হয়।


দূতাবাসে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মনোয়ার হোসেন ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রী ইউ সো থেইনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ থেকে দুর্যোগ ব্যাবস্থাপনায় দক্ষ একটি দল পাঠানো হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com