বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় সরকার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৮:২১
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


প্রেস সচিব বলেন, চায়না সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। এটা একটা মাইলফলক ভিজিট হবে। ২৮ তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। এটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাস থাকবে, চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।


তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, সেটা নেওয়া হচ্ছে। এখানে প্রাইভেট সেক্টরে ইনভেস্টররা এসে যাতে কোনো ধরনের সমস্যার না পড়ে, সবাইকে যেন ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, সেজন্য কাজ করা হচ্ছে। এছাড়া অন্যান্য যে সার্ভিস থাকে, এনবিআর হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, সবগুলো পলিসি একই সঙ্গে যাতে করা যেতে পারে। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রচুর চাকরি তৈরি করা। বাংলাদেশের ইকোনমি গ্রোথকে নতুন স্কেলে নেওয়া যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, পুরো ভিজিটে একটা ফোকাস থাকবে।


ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com