ভোলা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৫:২৬
ভোলা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে চট্টগ্রাম রুটে যাত্রীবাহী লঞ্চ সেবা চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে
দুটি বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এই রুটে চলাচল করছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সেবাটি চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ।


এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস জাহাজ দুটি বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহনের মঙ্গলসিকদার ঘাটে ভিড়বে সাড়ে ৮টায় এবং তজুমদ্দিন ঘাটে পৌঁছাবে সকাল ৯টায়।


এরপর বিকেল ৫টায় (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে জাহাজ দুটি আবার সকাল ৮টায় ছাড়বে।


প্রতিদিন একটি জাহাজ আসবে এবং একটি যাবে। এ ছাড়াও জাহাজ দুটি লালমোহন, তজুমদ্দিন, মনপুরা (ঢালচর) এবং হাতিয়া ঘাটে যাত্রী উঠানামা করবে।


এ বিষয়ে কর্ণফুলী ক্রুজলাইনের পরিচালক মো. শামসুল আলম বলেন, যাত্রীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আরামে এ পথে আসা যাওয়া করতে পারে সেজন্য যাত্রীবাহী লঞ্চ সেবা চালুর উদ্যোগ নিয়েছি আমরা। এ উদ্যোগ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।’


কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য।


জাহাজ চলাচল কার্যক্রম উপলক্ষ্যে গত ১৮ মার্চ মঙ্গলবার ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মো. ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট
পরিদর্শন করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com